শুভেন্দু অধিকারীর 'প্যারাশ্যুট' মন্তব্যের পাল্টা আক্রমণ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের
নন্দীগ্রামের সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, 'কাকে বলেছে জানি না। আমার রাজনীতিগত অবস্থান হল ২০০২ সালে আমি তৃণমূল কংগ্রেসে আসি। তারপর ২০০৩ সালে পঞ্চায়েতে দাঁড়ানো। ২০০৭ সালে বিধানসভায় দাঁড়িয়ে ছিলাম। ২০০৮ সালে জেলা পরিষদে দাঁড়াই। ২০১৩ সালে জেলা পরিষদে দাঁড়িয়ে জিতেছি। ২০১৮ সালেও জেলা পরিষদে। স্বাভাবিক ভাবে আমার হোল টাইমই চলছে দলে। শুভেন্দু আমায় দলে আনবার কেউ না। নন্দীগ্রামে তৃণমূলের আন্দোলন শুরু করে ছিলাম ও তাকে এগিয়ে নিয়ে গিয়ে ছিলাম আমি।'