By Election: আজ উপনির্বাচন ত্রিপুরার সিপাহিজলা জেলার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে
Continues below advertisement
কড়া নিরাপত্তার মধ্যে আজ উপনির্বাচন হচ্ছে ত্রিপুরার সিপাহিজলা জেলার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি বিধানসভায় সরাসরি লড়াই হচ্ছে সিপিএম ও বিজেপির। ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। প্রার্থী দেয়নি ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মোথাও। তারা কোনও দলকেই সমর্থন করছে না বলে জানিয়েছে। বক্সনগরে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনের প্রতিপক্ষ সিপিএম প্রার্থী মিজান হোসেন এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক সামসুল হকের ছেলে। আর ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের লড়ছেন সিপিএমের কৌশিক চন্দ। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮ কোম্পানি ত্রিপুরা স্টেট রাইফেলস। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে।
Continues below advertisement
Tags :
Tripura Bangla News Bangla News Live Started Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Byelection