Tripura: ত্রিপুরা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, মুলতুবি প্রস্তাবে শরিক নয় TMC | Bangla News

Continues below advertisement

ত্রিপুরা পুরভোটের (Tripura Municipal Election) ফল বেরিয়ে গিয়েছে। প্রায় ৯৯% আসনেই জয়ী হয়েছে বিজেপি (BJP)। প্রচারের শুরু থেকে ভোটের দিন, বারবার বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। ত্রিপুরা (Tripura) পুরভোটে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে শুক্রবার সংসদে আলোচনার দাবি জানায় বিরোধীরা। যৌথভাবে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, আরজেডি (RJD), সিপিএম (LEFT), এনসিপি (NCP), ডিএমকে (DMK), আপ( AAP)। তাৎপর্যপূর্ণ বিষয় হল ত্রিপুরায় লাগাতার বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হলেও এদিন সাংসদে কংগ্রেসে সহ বিরোধীরা যখন মুলতুবি প্রস্তাব আনে তার শরিক হয়নি তৃণমূল (TMC)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram