করোনা নিয়ে আতঙ্কে? জানেন, গত ১ বছরে দেশে যক্ষ্মায় মারা গেছেন কত হাজার মানুষ?
Continues below advertisement
করোনার মধ্যেই দেশে যক্ষার পরিসংখ্যান নিয়ে উদ্বেগ| গত ১ বছরে দেশে যক্ষায় মৃত্যু ৭৯ হাজার ১৪৪ জনের| আক্রান্ত ২৪ লক্ষের বেশি| ২০১৮-র তুলনায় ১৪ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা| যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইঙ্গিতের থেকে অনেকটাই কম দেশে সংক্রমণের হার| তিনি জানান ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল হয়ে যাবে, এমনটাই কেন্দ্রের লক্ষ্য|
Continues below advertisement