Uttarkashi Rescue: ম্যানুয়াল ড্রিলিংয়ে মাধ্য়মে শুরু হতে চলেছে উত্তরকাশীতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ABP Ananda Live

Continues below advertisement

Uttarkashi Update: ১৫ দিন ধরে উত্তরকাশীতে (Uttarkashi) অন্ধকার সুড়ঙ্গেই আটকে ৪১ জন শ্রমিক। এবার ভরসা শুধু ম্যানুয়াল ড্রিলিংয়েই (Manual Drilling)। যন্ত্র নয়, মানুষ দিয়েই পাথর কাটা হবে। আজ থেকে শুরু হবে ম্যানুয়াল ড্রিলিং। পাশাপাশি, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভার্টিক্যাল ড্রিলিংয়ের (Vertical Drilling) মাধ্যমে পাহাড়ে গর্ত খুঁড়ে রাস্তা তৈরিরও চেষ্টা চলছে। কবে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে, দিনক্ষণ নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা। অন্যদিকে, আজ থেকে সুড়ঙ্গের ভিতরে ফোনের লাইন পাতার কাজ শুরু করবে BSNL। আটক শ্রমিকরা যাতে ফোনে পরিবারের লোকজনের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। ABP Ananda Live

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram