Indian Museum: কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম।বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং । শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।
বোলপুরে বাড়িতে আগুন লাগার ঘটনায় এবার মৃত্যু হল গৃহকর্তারও। কীভাবে আগুন তা নিয়ে এখনও রহস্য। গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হয় ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত মহিলার স্বামী। মৃতের পরিবারের অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার জেরেই পুড়ে মৃত্যু হয় বাবা-মা-ছেলের। কীভাবে আগুন , পারিবারিক বিবাদ নাকি, ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। ট
শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়।