CBI Attacked: প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত CBI, কী প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের? | ABP Ananda LIVE
প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। নওয়াদায় হামলার মুহূর্তের আরও এক ছবি এবিপি আনন্দর হাতে। নকল পুলিশ গুজব রটিয়ে ঘিরে ধরে হামলা গ্রামবাসীদের। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় অন্তত ৩০০ গ্রামবাসী। বাংলা থেকে বিহার, কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের।
'বিহারে সিবিআই-এর ওপর আক্রমণ হয়েছে। এই আক্রমণ কেন? মনে রাখতে হবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি, যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, তাদেরকে ক্রমাগত নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যবহার করা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এভাবে একদিকে সিবিআইয়ের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে, তাদের প্রতি সাধারণ মানুষের ভয় ভক্তি চলে গিয়েছে', ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।