Bihar News: প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই, প্রকাশ্যে হামলার মুহূর্তের আরও ছবি | ABP Ananda LIVE
প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। নওয়াদায় হামলার মুহূর্তের আরও এক ছবি এবিপি আনন্দর হাতে। নকল পুলিশ গুজব রটিয়ে ঘিরে ধরে হামলা গ্রামবাসীদের। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় অন্তত ৩০০ গ্রামবাসী। বাংলা থেকে বিহার, কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের।
এবিপি আনন্দে ফাঁস হল প্রশ্নফাঁসকাণ্ডের পাটনা মডিউল! পরীক্ষার আগের রাতে প্লে স্কুলে আনা হয়েছিল ১৫-২০ জন পরীক্ষার্থীকে। ছাদে পোড়ানো হয়েছিল প্রশ্নপত্রও। এবিপি আনন্দে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রশ্নফাঁসকাণ্ডে সন্দেহভাজন।
অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস। রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের ছক কষছে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণের ছক। পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি।