UGC-NET: লক্ষ লক্ষ টাকায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বিক্রি ইউজিসি-নেটের প্রশ্নও! তদন্তে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেছে টেলিগ্রাম অ্য়াপ এবং ডার্ক ওয়েবের কথা। অপরাধ সংগঠিত করার জন্য় কেন মাফিয়ার অস্ত্র এই টেলিগ্রাম অ্য়াপ? কেন ডার্ক ওয়েব হয়ে উঠেছে অপরাধ জগতের অংশ? শুনে নেব, কী বলছেন বিশেষজ্ঞরা। নিটের মতোই লক্ষ লক্ষ টাকায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বিক্রি ইউজিসি-নেটের প্রশ্নও! পরীক্ষার আগের রাতে বাড়িতে বসেই প্রশ্ন পেয়ে গিয়েছিলেন একাংশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পড়ুয়া অনুরাগের পর পরীক্ষার্থীর বাবা অখিলেশ। নিটের প্রশ্ন ও উত্তরপত্র পেতে অভিযুক্ত সিকন্দরের সঙ্গে ৪০ লক্ষ টাকায় ডিল। জেরায় স্বীকার নিট পরীক্ষার্থীর বাবার। 

সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।

৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola