UGC NET: প্রশ্নফাঁসের পর ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়? নেটে নতুন তথ্য। ABP Ananda Live

Continues below advertisement

NTA NET: নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা OMR শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা OMR শীটে অমিল, কোনও অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রশ্নফাঁস নিয়ে এবার কমিটি তৈরি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ABP Ananda Live    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram