Union Budget 2022: 'এই বাজেটে হাল ফিরবে না স্বাস্থ্য ব্যবস্থার', মনে করেন কুণাল সরকার |Bangla News

চলতি অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) বলেন, 'দশ বছরের উপরে যদি ৬০ হাজার কোটি টাকার কাছে ব্যয় হয়, যেটা বাৎসরিক ১০ হাজার কোটি টাকার সামান্য বেশি। তাতে ভারতবর্ষ যে গাড্ডায় আটকে আছে, জিডিপির ১ থেকে ১.৫ শতাংশ স্বাস্থ্যখাতে খরচ করতে পারছি, আমরা মনে হয় না গাড্ডার বাইরে পা রাখতে পারলাম। পৃথিবীর ১৯০ দেশের মধ্যে ১৭০ না ১৭২ নম্বর জায়গায় রইলাম, যেখানে আমরা কিপটের মতো স্বাস্থ্যখাতে খরচ করছি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola