Rail Budget 2025 : বাজেটে বাড়তি বরাদ্দের লক্ষ্মীলাভ রেলেরও। দেশজুড়ে রেল সম্প্রসারণে কী সুবিধা ?
ABP Ananda LIVE : বাজেটে বাড়তি বরাদ্দের লক্ষ্মীলাভ রেলেরও। 'বাজেটে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বরাদ্দ মিলেছে'। 'এতে দেশজুড়ে রেল সম্প্রসারণে সুবিধা হবে'। 'যাত্রী সুরক্ষায় ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল রেল'। 'আগামী বছর এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ১৬ হাজার কোটি'। '১০০ নতুন অমৃত ভারত ট্রেন তৈরি হবে'। '৫০টি নতুন নমো ভারত ট্রেন তৈরি হবে'। '২০০ নতুন বন্দে ভারত স্লিপার ও চেয়ার কার ট্রেন তৈরি হবে'। '১৭ হাজার জেনারেল কোচ তৈরি হবে'। ১ হাজার ফ্লাইওভার, আন্ডারপাস তৈরি হবে বাজেটে বরাদ্দ টাকায়, জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Jogesh Chandra Chaudhuri College: সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো, আগামীকাল যোগেশ চন্দ্রে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে সরস্বতী পুজোতেও বেনজির সংঘাত। হাইকোর্টের হস্তক্ষেপ, সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজোর নির্দেশ। ঠিক কী হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে? এই নিয়ে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এমনটাই খবর সূত্রে। এর পাশাপাশি জানা গিয়েছে, আগামী কাল সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষার সঙ্গে তাঁর কথা হয়েছে। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সাংসদ মালা রায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকেও রিপোর্ট দেওয়া হয়েছে। পুজো হবে। নিশ্চিন্তে পুজো হবে। কোথাও কোনও সমস্যা নেই।