Ashwini Vaishnaw:নয়া স্কিমে প্রধানমন্ত্রীর অনুমোদনেই আগ্রহী আইটি সংস্থাগুলি, 'সুখবর' শুনিয়ে দাবি অশ্বিনী বৈষ্ণবের।ABP Ananda LIVE
আইটি এবং হার্ডওয়ারে আরও ২৭টি প্রতিষ্ঠান এবার যোগ হল বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আইটি-হার্ডওয়ারের ক্ষেত্রে একটি নয়া স্কিমের অনুমোদন দিয়েছিলেন। এর ফলে আরও আগ্রহী হয়েছে আইটি সংস্থাগুলি। এদের মধ্যে ২৩টি প্রতিষ্ঠান তৈরি রয়েছে তাদের কাজের জন্য। বাকি ৪টি প্রতিষ্ঠান তাদের কাজ ৯০ দিনের মধ্যে শুরু করে দেবে। ফলে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। সরাসরি এখানে কাজ পাবেন ৫০ হাজার মানুষ। পরোক্ষভাবে কাজ পাবেন আরও ৫০ হাজার। ২ লক্ষ বেকারের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হবে। কেন্দ্রীয় বাজেটে এই কাজের জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ছোটো কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ কম দামে বাজারে নিয়ে আসাই এখন প্রধান টার্গেট। মেক ইন ইন্ডিয়ার কাজে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই জোর দিয়ে এসেছে বলে জানালেন অশ্বিনী বৈষ্ণব।