Central Job Vacancy: বেকারদের জন্য 'সুখবর', আইটি এবং হার্ডওয়ারে আরও ২৭টি প্রতিষ্ঠান যোগের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর।ABP Ananda LIVE
বেকারদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। আইটি এবং হার্ডওয়ারে আরও ২৭টি প্রতিষ্ঠান এবার যোগ হল বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আইটি-হার্ডওয়ারের ক্ষেত্রে একটি নয়া স্কিমের অনুমোদন দিয়েছিলেন। এর ফলে আরও আগ্রহী হয়েছে আইটি সংস্থাগুলি।
Tags :
News Central Job Vacancy 27 Companies In IT And Hardware Field Union Minister Ashwini Vaishnaw Announcement Job Opportunites