UPS Scheme: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুবিধা আনল কেন্দ্র, জেনে নিন UPS স্কিমের সুযোগ-সুবিধা

Continues below advertisement

ABP Ananda Live: সরকারি কর্মচারীদের জন্য এবার বিশেষ সুবিধা আনল কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পের নাম ইউনিফায়েড পেনশন স্কিম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বছর ২৪ শে আগস্ট এই নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা এখন থেকে প্রত্যেক মাসে ১০ হাজার টাকা নিশ্চিত পেনশন পাবেন। এই নতুন প্রকল্পের ফলে উপকৃত হবেন প্রায় ২৩ লক্ষ মানুষ, এমনটাই দাবি কেন্দ্রীয় সরকারের। জানা গেছে, ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে এই প্রকল্পটি কার্যকর হবে। সরকারি কর্মচারীদের পেনশন সুনিশ্চিত করা এই প্রকল্পের লক্ষ্য। কর্মচারীদের পারিবারিক পেনশন সুনিশ্চিত করাও এই স্কিমের অন্যতম লক্ষ্য। যে সমস্ত সরকারি কর্মচারী কমপক্ষে ২৫ বছর সরকারি চাকরি করেছেন অবসরকালীন সময়ে ১২ মাসে তার প্রাপ্ত গড় বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন তিনি। জেনে নিন এই স্কিমের আরও সুযোগ-সুবিধা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram