Hospital: সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহার! ডিউটিতে থাকাকালীন চিকিত্সকদের সাদা কোট ব্যবহার বাধ্যতামূলক | Bangla News
সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের অ্যাডভাইসরি। অ্যাডভাইসরি জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। বিছানার চাদর, পর্দা থেকে সাবান, হ্যান্ড ওয়াশ থেকে ফিনাইল। সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের অ্যাডভাইসরি। অ্যাডভাইসরি জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ডিউটিতে থাকাকালীন চিকিত্সকদের সাদা কোট ব্যবহার বাধ্যতামূলক । চিকিত্সকদের খাদির সাদা কোট ব্যবহার করার পরামর্শ।