Uttarakhand Cloudburst: ফের উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, চামোলিতে মেঘ ভাঙা বৃষ্টির দাপট !

ABP Ananda LIVE : একমাসের মধ্যে ফের উত্তরাখণ্ডের ধরালিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। গতকাল রাতে চামোলির থরালি তহসিলে মেঘ ভাঙা বৃষ্টির দাপট। ধসের দাপটে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের পর এলাকার এক বৃদ্ধ ও এক তরুণী নিখোঁজ। এলাকায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এর আগে গত ৫ অগাস্ট, উত্তরকাশীর থরালিতে মেঘ ভাঙা বৃষ্টির দাপটে বিপুল ক্ষয়ক্ষতি হয়। হড়পা বানে জল-কাদার স্রোতে খড়কুটোর ভেসে যায় ঘরবাড়ি, হোটেল। প্রাকৃতিক বিপর্যয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। 

শুক্রবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। খড়কুটোর মতো ভেসে গিয়েছে ঘরবাড়ি। পড়ে রয়েছে কিছু ধ্বংসাবশেষ। নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সূত্রে খবর, চামোলির এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি বাজার এলাকা এবং থারালি তহসিল কমপ্লেক্স ঢাকা পড়েছে ধ্বংসস্তূপের তলায়। একাধিক বাড়িঘর, আবাসন এলাকা এবং এসডিএম- এর বাসভবন, দোকান, অনেক যানবাহন চাপা পড়েছে এই ধ্বংসস্তূপের তলায়। কাছেই রয়েছে সাগওয়ারা গ্রাম। শোনা গিয়েছে, সেখানে একটি বাড়ি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে এক বালিকা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। অনেককেই উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola