Uttarakhand News: ফের উত্তরাখণ্ডে নার্সকে শারীরিক অত্যাচারের অভিযোগ
ABP Ananda Live: আরজি কর কাণ্ডনিয়ে যখন তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে তখন উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যোধপুর থেকে। নৈনিতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধর্ষণের পর ওড়নার ফাঁস দিয়ে খুন করা হয়েছে তাঁকে, দাবি পুলিশ সূত্রে।
আরও খবর, আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ, এবারে পথে নামবে রাজনীতি। চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'। দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল । আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI । তৃণমূলের একাধিক নেতা বলছেন, আর জি করে তাণ্ডবের নেপথ্য়ে রয়েছে বাম-বিজেপি। খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও আজ বললেন, বাম-রাম একসঙ্গে মিলে ঘটনাটা ঘটিয়েছে। যদিও কালকের তাণ্ডবের পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় যে পোস্টটা করলেন, সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য় ছবি। না বাম, না বিজেপি। কাউকে সরাসরি দায়ী না করে, উল্টে রাজনৈতিক রং না দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য়, পুলিশকে চব্বিশ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্য়ে কি আর জি কর ইস্য়ু নিয়ে দ্বিমত রয়েছে?