Uttarakhand: ট্রেকিং সেরে আর ফেরা হল না রিচার্ডের । Bangla News
Continues below advertisement
ট্রেকিং সেরে জয়ের আনন্দ নিয়ে ফেরার কথা ছিল নেপালগঞ্জের ৬ জন যুবকের। কিন্তু তাদের মধ্যে নেপালগঞ্জেরই ৫জন যুবকের মৃত্যু হল উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে। সৌরভ ঘোষ, রিচার্ড মণ্ডল, এবং বিকাশ মাকাল। এই ৩ জন যুবক একে অপরের বন্ধু ছিল। তারা বিভিন্ন সময় ট্রেকিং করতে যেত প্রত্যেক বছর বিভিন্ন জায়গায়। এ বছর রিচার্ড মণ্ডলের পরিবার তাঁকে বারংবার বারণ করে ট্রেকিং-এ যেতে। কারণ ৩ ডিসেম্বর তাঁর বিবাহ ছিল। কিন্তু বাড়ির কথায় কর্ণপাত না করে, সে বলে গিয়েছিল, এবারই সে শেষ যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে স্ত্রীকে নিয়ে সে ঘুরতে যাবে। কিন্তু সেই যাওয়া আর তাঁর হল না।
Continues below advertisement
Tags :
ABP Ananda Uttarakhand ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Uttarkhand Trekking Nepalganj