Uttarakhand Tunnel Collapse: সুড়ঙ্গে আশার আলো, আজই শুরু মানুষ দিয়ে পাথর কাটার কাজ। ABP Ananda Live
Continues below advertisement
উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো। ১৬ দিন ধরে নির্মীয়মাণ টানেলে আটকে ৪১ জন শ্রমিক। বিদেশি অগার মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়ায়, এখন খোলা রয়েছে ভরসার দুই পথ। গতকাল বারকোট ও সিল্কিয়ারার মাঝে পাহাড়ের ওপর থেকে শুরু হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। প্রথম দিনই ২০ মিটারের বেশি গর্ত খোঁড়া সম্ভব হয়েছে
এ ছাড়া, পাহাড়ের ওপর থেকে কেটে আরও একটি লাইফ লাইন দ্রুত চালু করা হচ্ছে। লম্বালম্বি কেটে তৈরি করা হচ্ছে ৮৬ মিটার রাস্তা। এর মধ্যে গতকাল রাতেই ৮০ মিটার রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। টানেল থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজও শেষ। আজই শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ।
Continues below advertisement
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube Uttarkashi ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Tunnel Collapse