Uttarkashi Rescue: ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধার করার প্রবেল চেষ্টা, আর কতদিন সময় লাগবে?
উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধারকাজ। ইস্পাতের স্তূপের ধাক্কায় ভেঙে চুরমার ‘অগার‘ মেশিনের পিন। হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সিদ্ধান্ত। দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ ৪ জন শ্রমিককে। ৮০০ মিলিমিটারের পাইপের মধ্যে বসে পাথর কাটার কাজ করবে একজনই। সরাতে হবে ১০ মিটার পাথরের স্তূপ। শ্রমিকদের উদ্ধারে আরও অন্তত ৩ থেকে ৪দিন লাগবে বলে অনুমান