Uttarkashi Tunnel Collapse: যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে উত্তরকাশীর টানেলে, শীঘ্রই শ্রমিকদের উদ্ধার ?
উত্তরকাশীতে টানেল বিপর্যয়ের ১১দিন, আরও এগোলেন উদ্ধারকারীরা । ৬০ মিটারের মধ্যে ৪৫ মিটার এগিয়ে গেলেন উদ্ধারকারীরা । ৫টি বিকল্প পথে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা । উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্যে বাংলার ৩ শ্রমিক-সহ ৪১জন আটক । সিল্কিয়ারা ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে চলছে ড্রিলিং । পাহাড়ের দু’পাশ এবং ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা। পাইপের মাধ্যমে ওয়াকিটকি পাঠিয়ে আটকে পড়াদের সঙ্গে কথা উদ্ধারকারীদের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।