Uttarkashi tunnel collapse: মেরামত করা হয়েছে 'অগার' যন্ত্র, এবার শুরু করা যাবে উদ্ধারকাজ?
১৩ দিন পার, এখনও উত্তরকাশীতে ( Uttarkashi tunnel collapse rescue )সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। গতকাল পাথর কাটার 'অগার' যন্ত্র বিকল হয়ে পড়েছিল। তা মেরামত করা হয়েছে। মাইক্রো টানেল তৈরির জন্য যে পাইপ ঢোকানো হচ্ছিল, তার সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই অংশ কেটে ফেলার কাজ শুরু হয়েছে। ফের ড্রিলিং শুরু করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Tags :
Uttarakhand News Live Uttarkashi Tunnel Collapse Highlights Uttarkashi Breaking News Uttarakhand Breaking News Silkyara Tunnel Collapsed On November 41 Laborers Trapped In The Tunnel