Yogi Adityanath: শান্তিপূর্ণ রামনবমী আয়োজনের উদাহরণ টেনে বাংলার তৃণমূল সরকারকে নিশানা যোগীর

ABP Ananda Live: শান্তিপূর্ণ রামনবমী আয়োজনের উদাহরণ টেনে বাংলার তৃণমূল সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, উত্তরপ্রদেশ প্রথম রাজ্য, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ধর্মস্থানের মাইকের আওয়াজ যাতে পরিসরের বাইরে না যায়, তা নিয়ন্ত্রণ করেছে। উত্তরপ্রদেশের মতো রাজ্য যদি করতে পারে, তাহলে বাংলায় নয় কেন? প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি বাংলার মুখ্য়মন্ত্রীর 'মৃত্য়ুকুম্ভ' মন্তব্য়ের জবাবেও সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, '১০০ হিন্দু পরিবারের মধ্যে একটা মুসলিম পরিবার সবথেকে সুরক্ষিত কিন্তু, ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দুও সুরক্ষিত নয়।'

 

 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।' বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola