Vaccination Centre: বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেই বেসরকারি ক্ষেত্রে টিকাকরণ, নির্দেশ রাজ্যের

ভুয়ো ভ্যাকসিনেশন (Fake Vaccination) কাণ্ডের পর্দাফাঁসের পরেই ভ্যাকসিনেশন সেন্টার নিয়ে সতর্কতা জারি করা হল। আজ রাজ্যসরকারের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিভিন্ন বণিকসভা, অ্যাসোসিয়েশন এবং বেসরকারি সংগঠন যদি টিকাকরণ কেন্দ্র খোলে, তাদের সরকারি কিছু নির্দেশ মেনে চলতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ভ্যাকসিনেশন সেন্টার খোলার জন্য সেই সংস্থাকে কোনও বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে কাজটি করতে হবে। সেই সব বেসরকারি হাসপাতালের সঙ্গেই কাজ করা যাবে যারা ভ্যাকসিন সংগ্রহ করেন এবং ভ্যাকসিনেশন করে। সেখান থেকেই টিকা কিনতে হবে। তারপর ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শনে যাবেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য দফতরের পরিদর্শকরা। তাঁরা মঞ্জুর করলে সেই ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। টিকাকরণ শুরু হওয়ার পরেও যখন তখন সেই টিকাকরণ কেন্দ্রে স্বাস্থ্য দফতরের সদস্যরা পরিদর্শন করতে যেতে পারেন। কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার কাণ্ডের পরেই এই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola