Vande Bharat Express: ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে আগুন, কেমন আছেন যাত্রীরা?
Continues below advertisement
ভোপাল (Bhopal) থেকে দিল্লিগামী (Delhi) বন্দে ভারতে (Vande Bharat) আগুন (Fire)। সব যাত্রীই সুরক্ষিত, হতাহতের কোনও খবর নেই। একটি কামরার ব্যাটারি বক্সে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। মধ্যপ্রদেশের কমলাপতি স্টেশন থেকে ছেড়ে নিজামুদ্দিনের দিকে যাওয়ার সময় আগুন নজরে পড়ে। কুরওয়াই কেথোরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকল। যথোপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পর গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেন
Continues below advertisement