'লুকিয়েচুরিয়ে' মদন মিত্রের ভিডিও! কারা করলেন এমনটা?
Continues below advertisement
বিনা অনুমতিতে তৃণমূল নেতা মদন মিত্রের ভিডিওগ্রাফি করার অভিযোগ। বালিগঞ্জ থেকে গ্রেফতার ২ বিজেপি কর্মী সহ ৩। মদন মিত্রের দাবি, কথা বলতে চেয়ে গতকাল বালিগঞ্জের অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে আসে তিন জন । অভিযোগ কথা বলার অছিলায় মোবাইলে তাঁর মোবাইলে ভিডিওগ্রাফি করা শুরু হয়। বিষয়টি নজরে আসে মদন মিত্রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। বালিগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা বেলঘরিয়ার বাসিন্দা।
Continues below advertisement
Tags :
Ballygunge Police Automobile Association Of Eastern India Ballygunge Madan Mitra Abp Ananda TMC