পাঁচিল বিবাদে অশান্ত শান্তিনিকিতেন, বিশ্বভারতী নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা-- দেখুন 'সকালের শিরোনাম'

Continues below advertisement

১। পাঁচিল বিবাদে শান্তিনিকেতনে ধুন্ধুমার। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্বে মিছিল। মাটি কাটার যন্ত্র দিয়ে ওপড়ানো হল বিশ্বভারতীর পাঁচিল।

২। পৌষ মেলার মাঠে পাঁচিল তৈরি করায় শনিবার ঠিকাদারকে মারধর। প্রতিবাদে রবিবার উপাচার্যের নেতৃত্বে মিছিল। পাল্টা গুঁড়িয়ে দেওয়া হল অস্থায়ী অফিস, নির্মাণ সরঞ্জাম।

৩। ভাঙচুরের পরেই নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের গ্রেফতার ৮। উপাচার্যর বিরুদ্ধে বেআইনি জমায়েত ধারায় মামলা।

৪। বিশ্বভারতীতে তাণ্ডবের নেপথ্যে তৃণমূল। জমি দখলের চেষ্টা, দাবি দিলীপের। রাজনীতির যোগ নেই, দাবি তৃণমূল বিধায়কের। বিধায়ক সম্পর্কে খোঁজ নিতে অনুব্রতকে দায়িত্ব, জানালেন পার্থ।

৫। বিশ্বভারতীর আইনশৃঙ্খলা উদ্বেগজনক। ক্যাম্পাসে ঢুকে সম্পত্তি ধ্বংস আইনভঙ্গকারীদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। ট্যুইট রাজ্যপালের। ঘরে বসে নির্বাচিত সরকারকে উপদেশ, পাল্টা পার্থ।

এর সঙ্গে আরও খবর -- দেখুন 'সকালের শিরোনাম'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram