Kalyan on Waqf Bill : 'রাজ্যের অধিকার খর্ব করেছে ওয়াকফ সংশোধনী বিল', আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Live: 'রাজ্যের অধিকার খর্ব করেছে ওয়াকফ সংশোধনী বিল'। 'মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করেছে এই বিল'। বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Waqf Amendment Bill: ওয়াকফ বিল নিয়ে চর্চায় সংসদভবনকেও জুড়ে নিলেন মন্ত্রী, বিল পাস করা সহজ হবে কি বিজেপি-র? সংখ্য়ায় কে কোথায় জানুন…
বিতর্কের মধ্যেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হল। বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন। সেখানে পূর্বতন UPA সরকারের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন রিজিজু। ২০১৪ সালের আগে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার যেভাবে একের পর এক সম্পত্তি ওয়াকফকে ছেড়ে দিচ্ছিল, তাতে কিছুই রক্ষা পেত না বলে দাবি করেছেন তিনি। রিজিজুর দাবি, "UPA সরকার টিকে থাকলে, নরেন্দ্র মোদিজির সরকার না হলে, দেশের সংসদভবনও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত।" (Waqf Amendment Bill)
বুধবার সংসদে পূর্বতন UPA সরকারকে লাগাতার আক্রমণ করে যান রিজিজু। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছেন যাঁরা, তাঁদের মুসলিম বিরোধী হিসেবে গণ্য করা হবে বলে দাবি করেন তিনি। দক্ষিণের রাজ্যগুলিকে সতর্ক করেন রিজিজু। জানান, মন্দির-গির্জার সম্পত্তি পর্যন্ত ওয়াকফ সম্পত্তি হিসেবে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে যাতে সংসদভবনও ওয়াকফের সম্পত্তি না হয়ে যায়, তার জন্যই বিলে একাধিক সংশোধন ঘটিয়েছে তাঁদের সরকার। (Waqf Bill in Lok Sabha)