WB Assembly Election 2026: বিজেপি এরাজ্য়ে বারবার ব্য়র্থ হওয়াতেই কি, শেষমেশ রাশ হাতে নিচ্ছে RSS?

ABP Ananda Live: সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এরাজ্য়েও নীরবে সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছে RSS। সম্প্রতি এরাজ্য়ে এসেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। শুধু এসেছিলেন নয়, এগারো দিন এরাজ্য়ে ছিলেন তিনি। যা সাম্প্রতিক অতীতে কোনও সঙ্ঘ প্রধানের ক্ষেত্রে নজিরবিহীন। RSS-এর এই সক্রিয়তা দেখেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, একুশের বিধানসভা ভোট হোক বা চব্বিশের লোকসভা ভোট । বিজেপি এরাজ্য়ে বারবার ব্য়র্থ হওয়াতেই কি, শেষমেশ রাশ হাতে নিচ্ছে RSS? লোকসভা ভোটে আসন কমলেও, তারপর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্য়ে চমকপ্রদ জয় পায় বিজেপি। পর্যবেক্ষকদের মতে, তিন রাজ্য়েই বিজেপির জয়ের নেপথ্য়ে উল্লেখযোগ্য় ভূমিকা নিয়েছিল RSS-এর নীরব প্রচার। এবার পশ্চিমবঙ্গে তাদের সক্রিয়তার ডিভিডেন্ড কি ঘরে তুলতে পারবে বিজেপি? তা নিয়েই চলছে রাজনৈতিক তরজা।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola