করোনা:অন্য রাজ্যে সহযোগিতা পেলেও বাংলায় পাচ্ছি না, জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল
কেন্দ্রের অতিরিক্ত সচিব (প্রতিরক্ষা) তথা রাজ্যে আসা কেন্দ্রীয় দলের অন্যতম প্রতিনিধি অপুর্ব চন্দ্র জানালেন, লকডাউনের বিধিভঙ্গ পরিদর্শন করতে এসে তাঁরা যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়েছেন। অথচ অন্যান্য রাজ্যে এই তদন্ত প্রক্রিয়া ঠিকমত চলছে। আজ দুপুর ২টো নাগাদ গুরুসদয় দত্ত রোডে বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের কার্যালয়ে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা।
Tags :
Additional Secretary Apurba Chandra RAJIB SINHA WB Government Corona Virus Corona Central Chief Secretary Abp Ananda Bengal West Bengal