'পূর্বস্থলীতে আমাদের কর্মীর মৃত্যুর তদন্ত CBI করুক', দাবি BJP নেতা রাজু ব্যানার্জির

Continues below advertisement
বর্ধমান জেলার পার্টি অফিসে পৌঁছেছেন BJP-র পার্টি অফিসে। পূর্বস্থলীতে মৃত BJP কর্মীর দেহ রাখা হয়েছে পার্টি অফিসে। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান BJP নেতা রাজু ব্যানার্জি। সেখানে তিনি বলেন, 'ময়নাতদন্ত হওয়ার আগেই Trinamool Congress-এর নেতারা বলছেন জলে ডুবে মারা গেছে। আর সেইভাবেই ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্টের উপর বিশ্বাস রাখি না। আমরা CBI তদন্ত চাই।' এই নিয়ে Trinamool Congress নেতার প্রতিক্রিয়া 'পূর্বস্থলীতে আগে আটটা অঞ্চল ছিল BJP-র। একটা একটা করে সব বাতি নিভে গিয়েছে। মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে।' JP Nadda-র কনভয়ে হামলার প্রতিবাদ সভায় গিয়ে দু'দিন ধরে নিখোঁজ ছিলেন পূর্বস্থলীর বিজেপি কর্মী। রবিবার দুপুরে স্থানীয় পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এর পরেই পথ অবরোধ করেন স্থানীয় BJP কর্মী-সমর্থকরা। সোমবারও এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ চলছে। উপস্থিত রয়েছেন দলের রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ চলছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram