উমপুন: বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে বাংলাকে ১০০০ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

Continues below advertisement
উমপুন তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু। এর মধ্যে কলকাতায় মৃত ১৯ এবং বিভিন্ন জেলায় মৃত্যু ৬১ জনের। আকাশপথে মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে সঙ্গে নিয়ে আজ রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর। বাংলাকে ১০০০ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বসিরহাটে ঘোষণা মোদির। সকাল ১০টা ৫০-এ কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপচন্দ্র সারেঙ্গি। একই হেলিকপ্টারে চড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মোদি-মমতা-ধনকড়। আকাশপথে রাজারহাট, ভাঙড়, গোসাবা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ হয়ে তাঁরা যান বসিরহাটে। সেখানে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে মূল্যায়ন-বৈঠক করেন মোদি, মমতা ও রাজ্যপাল। রাজ্যের তরফে ক্ষয়ক্ষতি সম্পর্কিত একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বসিরহাটে বৈঠক সেরে ওড়িশায় উমপুন-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা দেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram