West Bengal Election 2021: জঙ্গলমহলে ভোটের মুখে ছত্রধরকে ফের এনআইএ তলব

Continues below advertisement

জঙ্গলমহলে নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস (TMC) নেতা ছত্রধর মাহাতোকে (Chatradhar Mahato) তলব করল এনআইএ (NIA)। শুক্রবার দুপুর ৩টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। এনআইএ সূত্রে জানা গেছে, এর আগে ১৬, ১৮ এবং ২২ তারিখেও তলব করা হয়েছিল ছত্রধরকে। কিন্তু তিনি হাজিরা দেননি। কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হয়। এই বিষয়ে হাইকোর্ট এনআইএকে নির্দেশ দিয়েছে ৩০শে এপ্রিল পর্যন্ত একদিন অন্তর ছত্রধরকে ডেকে পাঠানো যাবে। তদন্তে সাহায্য না করলে ছত্রধরকে গ্রেফতারও করা হতে পারে বলে জানা গেছে। তার জন্য এনআইএ নিম্ন আদালতে আবেদন করতে পারবে। এই বিষয়ে ছত্রধর মাহতোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram