আনন্দ সকাল(২): করোনায় দৈনিক মৃত্যুতে দেশে দ্বিতীয় বাংলা, কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন সেলেবদের ঘরেও, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
দেশে করোনায় দৈনিক মৃত্যুতে দুই নম্বরে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। একদিনে আক্রান্ত ৪০০০-এর কাছাকাছি। এখনও আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তৃতীয় দফার ডায়ালিসিস। আজ লক্ষ্মী পুজো। তবে তিথি অনুযায়ী এবছর শুক্র ও শনি দুই দিন ধরে পড়ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোয় মেতেছেন সেলিব্রেটিরাও। বিশ্বে করোনায় কমেছে দৈনিক মৃত্যু। তবে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে কমেছে দৈনিক সুস্থতা। এখনও পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ২৬৭ জনের।
Continues below advertisement
Tags :
Celebrities Lakshmi Puja Lokkhi Pujo West Bengal Corona Soumitra Chatterjee ABP Ananda LIVE Lakshmi Puja Corona Abp Ananda