Corona Vaccine Dry Run: প্রতিষেধক দেওয়ার সময় কী কী করতে হবে, চ্যালেঞ্জই বা কী কী, জানা যাবে এই ড্রাই রানে

Continues below advertisement
চরিত্র বদলেছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসকে কাবু করতে দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।চলছে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ। এই প্রেক্ষিতে শনিবার দেশের বিভিন্ন জায়গার সঙ্গে এ রাজ্যেও হবে করোনা ভ্যাকসিনের ড্রাইরান বা টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। ভ্যাকসিনের ড্রাইরান হল, প্রতিষেধক এলে এবং তা দেওয়ার সময় কী কী করতে হবে, কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বুঝে নেওয়া। সেটা বোঝার জন্য বছরের দ্বিতীয় দিন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ড্রাইরান।
শনিবার বিধাননগর পুরসভার অন্তর্গত দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত আর্বান প্রাইমারি হেলথ সেন্টার ফোর এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালে হবে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। প্রত্যেক জায়গায় ২৫ জন স্বাস্থ্যকর্মী অংশ নেবেন এই মহড়ায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram