Anna Hazare: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কী মন্তব্য আন্না হাজারের? ABP Ananda Live

Arvind Kejriwal Arrest: তাঁর আন্দোলনে একসময় যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে মন্তব্য করলেন সেই আন্না হাজারে (Anna Hazare)। নিজের "কর্মের" জন্য কেজরিওয়ালের এই গ্রেফতারি বলে মন্তব্য করলেন সমাজকর্মী। আজ তিনি বলেন, 'আমি খুবই হতাশ এটা ভেবে যে অরবিন্দ কেজরিওয়াল যিনি একসময় আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, সেই কেজরিওয়াল এখন মদ নিয়ে নীতি নির্ধারণ করছেন। নিজের কাজের জন্যই উনি গ্রেফতার হয়েছেন।' ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola