Train Accident:দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে? প্রশ্ন CBI-র

Continues below advertisement

Odisha Train Accident: বালেশ্বরে (Balasore) রেল বিপর্যয়, মামলা রুজু করল সিবিআই (CBI)। বিপর্যয়ের দিন সকালে কারা ডিউটিতে ছিলেন, কারা ছিলেন বিকেলে?। ঘটনার দিন উপস্থিত রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই, খবর সূত্রের। কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে সিবিআই, খবর সূত্রের। দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে (Signal room) কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে? (Control Pannel Room ) কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন? প্রশ্ন সিবিআইয়ের। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। ১০ সদস্যের সিবিআই টিম এর আগেই পৌঁছয় বালেশ্বরে। টিমের নেতৃত্বে আছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী । ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram