Bihar : বিজেপির আগ্রাসী রাজনীতির জন্যই এনডিএ ছাড়লেন নীতীশ কুমার? Bangla News

Continues below advertisement

বিজেপির আগ্রাসী রাজনীতির জন্যই এনডিএ ছাড়লেন নীতীশ কুমার? এমনটাই মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল। দিল্লি থেকে পাটনার উদ্দেশে রওনা হলেন বিজেপি নেতারা। এদিকে, আরজেডি ও কংগ্রেসের উপস্থিতিতে মহাজোটের নেতা নির্বাচিত নীতীশ কুমার। নীতীশ কুমারের মহাজোটকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত বামেদের। নীতীশ কুমারের সঙ্গে জিতন রাম মাজির দলও।

এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নীতীশ বলেন, ‘বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল, সাংসদ-বিধায়করা সবাই এনডিএ ছাড়তে বলেছিল, বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ কুমার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram