'পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিমান নয় কেন?', প্রশ্ন পার্থর, 'কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে জানানো হোক' পাল্টা শ্রীবাস্তব
Continues below advertisement
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের ট্যুইটের জবাবে পাল্টা ট্যুইট পার্থ চট্টোপাধ্যায়ের। ট্যুইটরে তিনি লেখেন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে বাংলায় এলে আমরা তাঁকে সাদরে গ্রহণ করব। কিন্তু প্রধানমন্ত্রীর কথা মেনে যদি 'ভোকাল ফর লোকাল' তাহলে কেন গরিব পরিযায়ী ভাই বোনেদের খালি পায়ে হেঁটে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এঁদের জন্য কেন বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে উদ্দেশ্য করে পাল্টা টুইটে জবাব দেন, বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র অনুরাগ শ্রীবাস্তভ। তিনি জানান, বিমানে কলকাতার যাত্রীদের ফেরাতে পারলে আমরা খুশি হব। যদি রাজ্য সরকার সব যাত্রীদের জন্য বন্দোবস্ত নিশ্চিত করে এবং কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করেন । সীমান্ত পেরিয়ে বাংলায় ফিরতে চাইলেও, আমরা তাঁকে সহযোগিতা করব।
Continues below advertisement
Tags :
Partha Chatterjee Tweet Migrant Workers Travelling Anurag Srivastava Migrant Workers Partha Chatterjee Abp Ananda