আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, আগামী কয়েকদিন রাজ্যে ঠান্ডার দাপট থাকবে
সামান্য নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন রাজ্যে ঠান্ডার দাপট থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।