'৩০ হাজার টাকা নিয়ে বচসা!' ভরদুপুরে ব্যস্ত সাদার্ন অ্যাভিনিউতে মহিলাকে গলা কেটে খুন!
Continues below advertisement
মুদিয়ালি থেকে অ্যাপক্যাবে তুলে নিয়ে গিয়ে ভরদুপুরে ব্যস্ত সাদার্ন অ্যাভিনিউতে গাড়ির মধ্যে মহিলাকে গলা কেটে খুনের অভিযোগ। মৃতার নাম লক্ষ্মী দাস। বয়স ৪৫ বছর। বাড়ি চারু মার্কেট থানা এলাকায়। পুলিশ সূত্রে দাবি, গতকাল দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাইপাসের ধারের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মুদিয়ালির একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায়, শিবশঙ্কর দাস নামে মহিলার পরিচিত এক যুবক অ্যাপক্যাবে করে ওই তাঁকে নিয়ে যায়। এরপর ব্যস্ত সাদার্ন অ্যাভিনিউতে গাড়ির মধ্যেই গলা কেটে খুন করে। এরপর মৃতদেহ লোপাটের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় অভিযুক্ত। পরে সন্ধের দিকে বাইপাসের ধারের খালে মৃতদেহ ফেলে দেওয়া হয়। তদন্তে পুলিশ আরও জানাতে পেরেছে, ওই মহিলার কাছ থেকে যুবক তিরিশ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা চাওয়াতেই খুন বলে পুলিশের কাছে দাবি অভিযুক্তের। যে গাড়ির মধ্যে খুন, ভবানীপুর থেকে সেটিকেও বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত শিবশঙ্কর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
Continues below advertisement