৩ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার বৃদ্ধা, 'বিপজ্জনক বাড়ি' ভেঙে দুর্ঘটনা বেলেঘাটাতে
প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েন এক বৃদ্ধা। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ধ্বংসস্তূপে বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি আটকে পড়েছিলেন। তাঁদের আগেই উদ্ধার করা হয়। ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডে ওই ঘটনা ঘটেছে।