Bangladesh News: উত্তাল বাংলাদেশ, জলপাইগুড়ির ফুলবাড়িতে সীমান্ত দিয়ে ফিরছেন পড়ুয়ারা | ABP Ananda LIVE
Continues below advertisement
কোটা-বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন।
আজ সকালেও কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়া ও পর্যটকরা। এদিন ১৩ জন পড়ুয়া ফিরেছেন, এঁদের মধ্যে একজন ভারতীয় এবং বাকি মালয়েশিয়া, নেপাল ও ভুটানেরও কয়েকজন রয়েছেন। গতকাল চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত, নেপাল ও ভুটানের ৩৩ জন পড়ুয়া ফিরেছেন। অন্যদিকে, আজ থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে আসা বাংলাদেশিরাও দেশে ফিরতে না পেরে বিপদে পড়েছেন।
Continues below advertisement