Boris Johnson Marriage: ফের বিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর, পাত্রী ক্যারি সাইমন্ডস
ফের বিয়ের আসনে বসলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাত্রী বাগদত্তা ক্যারি সাইমন্ডস। শনিবার বিকেলে ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে এক হয়েছে ৫৬ বছরের বরিস জনসন ও ৩৩ বছরের ক্যারি সাইমন্ডস-এর চার হাত। বিয়ের ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিস থেকে জানানো হয়েছে, অতিমারীর কারণে ইংল্যান্ডে এখন বিয়ের অনুষ্ঠানে ৩০ জনের বেশি লোককে আমন্ত্রণ করার অনুমতি নেই। তাই দুই পরিবারের সদস্য ও গুটিকেয়ক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন হাই প্রোফাইল বিয়েতে। ইতিমধ্যেই তার কার্ড পাঠানো হয়ে গিয়েছে বলে খবর। গত বছরই এই সম্পর্কের কথা সামনে আনেন বরিস ও সাইমন্ডস। তাঁদের এক বছরের সন্তানও রয়েছে। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Boris Johnson Carrie Symonds Boris Johnson Marriage