Dhupguri: ডুয়ার্সের ধূপগুড়িতে উদ্ধার ইন্ডিয়ান রক পাইথন।Bangla News

Continues below advertisement

ডুয়ার্সের ধূপগুড়িতে উদ্ধার ইন্ডিয়ান রক পাইথন। কোনও ভাবে জালে আটকে পড়ে পাইথনটি। বনকর্মীরা যাওয়ার আগেই গ্রামবাসীরাই জাল কেটে পাইথনটিকে বস্তাবন্দি করে। স্থানীয় একটি পরিবেশপ্রেমী সংগঠন অজগরটির শুশ্রুষা করে বন দফতরের হাতে তুলে দেয়। এই নিয়ে গত একমাসে ডুয়ার্স থেকে ১২টি রক পাইথন উদ্ধার হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram