শারদ আনন্দ ২০২০: ক্যালিফোর্নিয়ায় দুর্গাপুজো, কলকাতা থেকে মন্ত্রপাঠ করবেন পুরোহিত, করোনাকালে ভার্চুয়াল আয়োজন

Continues below advertisement

কলকাতায় পুজোর বাজার করতে আত্মহারা অনেকে। শিকেয় উঠেছে করোনা বিধি। মাস্কও নেই অনেকের মুখে। কিন্তু এবার পুজোয় অনেক বেশি সতর্ক আমেরিকা নিবাসী ভারতীয়রা। সবটাই হচ্ছে ভার্চুয়ালি। ক্যালিফোর্নিয়ার একটি পুজোয় তো পুরোহিত পুজোও করবেন জুম কলে, তাও আবার কলকাতা থেকে!

বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা। মার্কিন মুলুকে প্রতি নিয়তই বাড়ছে দৈনিক মৃত্যু, সংক্রমণ। আমেরিকায় করোনা-মৃত্যুর সংখ্যাই ছাড়িয়েছে ২ লক্ষ। সেখানে ডোনাল্ড ট্রাম্প যতই মাস্ক ছাড়াই প্রকাশ্যে আসুন না বেশ কিছু এলাকায় কিন্তু করোনা কড়াকড়ি তুঙ্গে।

প্রতিবছরই ক্যালিফোর্নিয়ার বে-এরিয়ায় মহা ধূমধামে দুর্গাপুজো পালন করেন অনাবাসী ভারতীয়রা। নিজে হাতে মণ্ডপ সাজানো থেকে পুজোর জোগাড়, হইহই করে অনুষ্ঠানের রিহার্সাল থেকে চেটেপুটে ভোগ খাওয়া, সবই হয় দেশীয় মেজাজেই। কিন্তু এবছর এক্কেবারে আলাদা সেখানকার চিত্রও। ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে ১০-১২ টি বড় পুজো হয়। এবার সবকটিই হচ্ছে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমাতে পারবেন না।

দর্শন, অঞ্জলি, পুজো দেওয়া থেকে আড্ডা...সবই হবে। কিন্তু ভার্চুয়ালি। শুধুমাত্র একটি পুজোতেই টিকিট কেটে নির্দিষ্ট সময় প্রবেশের অনুমতি দেওয়ার কথা চলছে।

এই এলাকায় অনাবাসী ভারতীয় দের দ্বারা আয়োজিত অন্যতম বড় পুজো সিলিকন ভ্যালি সর্বজনীন দুর্গোৎসব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram