Durga Puja 2021: সুদূর প্রবাসে শারদ আনন্দ, কড়া কোভিড বিধি মেনে লন্ডনের স্লাও শহরে মাতৃ আরাধনা | Bangla News
বাড়ি ছেড়ে বহুদূরে প্রবাস-যাপন। পুজো এলেই মন কেমন। এই ভাবনা থেকে লন্ডনের স্লাও শহরে দুর্গাপুজো শুরু করেছিলেন কয়েকজন বঙ্গসন্তান। দেখতে দেখতে ১৩ বছর পার। নবীন-প্রবীন প্রজন্মের মেলবন্ধনে সুখ্যাতি পেয়েছে স্লাওয়ের রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। সুদূর প্রবাসে শারদ আনন্দ। উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ। করজোড়ে, ভক্তিভরে অঞ্জলি দুর্গতিনাশিনীর আশীর্বাদ প্রার্থনা। একলহমায় দেখে বোঝাই যাবে না যে এটা সন্তোষপুর না স্লাও। বাড়ি ছেড়ে বহু দূরে কর্মব্যস্ত জীবন। কিন্তু বাংলায় শরৎ এলেই, নিজের ছেড়ে আসা পাড়ার পুজোর গন্ধ পৌঁছে যায় সুদূর স্লাওতে। ঠিক এই উদ্যমে ভর করেই ১৩ বছর আগে, ১৮-টি বাঙালি পরিবার একাত্ম হয়ে শারদোৎসবের সূচনা করে। যা এখন বিখ্যাত রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো নামে। পুজোর আয়োজনে সমান সক্রিয় ছোটরাও। অধিকাংশেরই জন্ম লন্ডনে। কিন্তু উৎসাহ আর আন্তরিকতায় একফোঁটাও খামতি নেই। হইহই করে মণ্ডপ মাতিয়ে রাখা। সাংস্কৃতিক অনুষ্ঠান করা। দেদার আড্ডা থেকে ভুরিভোজ। ঠিক যেমন আমার-আপনার পাড়ায় দেখা যায় - সেই ছবিই উঠে এল স্লওয়ের পুজো প্রাঙ্গনে। প্রজন্মের ফারাক আছে। কিন্তু শারদীয়া সেই ফারাক মুছিয়ে দিয়েছে। গতবার কোভিড এসে পুজোর আনন্দটাই মাটি করেছিল। এবার সে পরিস্থিতি নেই। তবে সতর্ক রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোর উদ্যোক্তারা। উৎসব হচ্ছে একেবারে কড়া কোভিড বিধি মেনে। কলকাতা থেকে স্লাওয়ের দূরত্ব ৭ হাজার ৯৮৮ কিলোমিটার। কিন্তু, রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গামণ্ডপ জুড়ে যেন একটুকরো কলকাতা। অনাবিল আবেগে ভাসমান প্রবাসে পুজোর আনন্দ।