Shinzo Abe : শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে, খবর এনএইচকে চ্যানেলের

Continues below advertisement
  • জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর গুলি, খবর এনএইচকে চ্যানেলের
  • আহত শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে, খবর এনএইচকে চ্যানেলের
  • বক্তৃতা দেওয়ার সময় শোনা গিয়েছে গুলির শব্দ, খবর এনএইচকে চ্যানেলের
  • জাপানের পশ্চিম এলাকায় নারা শহরে ঘটেছে এই ঘটনা
  • নারা শহরে রাস্তার উপর অনুষ্ঠান চলার সময় হামলা
  • পিছন দিক থেকে কেউ এসে হামলা করে, খবর পুলিশসূত্রে
  • আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ, খবর সূত্রের
  • জাপানের স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ হামলার ঘটনা ঘটে
  • শিনজো আবেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক
  • প্রথমবার গুলি চালানোর পর পরে যান শিনজো আবে
  • তাঁর উপর ফের গুলি চালায় আততায়ী
  • হামলার পর ঘটনাস্থলে আততায়ী দাঁড়িয়ে ছিল বলে খবর
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram