Israel Palestine War: ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে কার্যত ভারসাম্য় বজায় রাখার কৌশল নিয়েছে ভারত। ABP Ananda Live
Continues below advertisement
Israel Palestine Conflict: ইজরায়েল-হামাস সংঘর্ষ (Israel Palestine War) নিয়ে কার্যত ভারসাম্য় বজায় রাখার কৌশল নিয়েছে ভারত (India)। এই প্রেক্ষাপটে মঙ্গলবার এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায়, ভারত প্রসঙ্গে মুখ খুললেন ইজরায়েল-ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের চেয়ারপার্সন। ইজরায়েলে (Israel) বসে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামীদিনে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি হলে ভারত ইজরায়েলের পাশে থাকবে বলেই তাঁদের আশা।
Continues below advertisement
Tags :
Israel Palestine Conflict Israel News Israel Palestine Israel Declared State Of War Israel Palestine Attack Israel Palestine News Israel Vs Palestine Palestine Attacks Israel